॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
আ সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। তারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের প্রত্যাশিত প্রতিনিধিকে নির্বাচিত করবে।
রবিবার সকাল ১০টায় শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয় সিরাজগঞ্জ অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
এ সময় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমি আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনী মাঠে আছি। জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। তারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের প্রত্যাশিত প্রতিনিধিকে নির্বাচিত করবে।
এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামাণিক এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুর রহমান এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে। তাছাড়া মনোনয়নপত্র যাচাই বাছাই ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আগামী নির্ধারিত তারিখে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল