॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জামতৈল, কানাদিঘী, গোয়ালপাড়া ও সারুইল এলাকায় চলতি মৌসুমে গত বছরের তুলনায় ব্যাপক পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। মাঠজুড়ে এখন হলুদ সরিষা ফুলের সমারোহ, যা কৃষকদের মধ্যে আশার আলো জাগিয়েছে।
একই এলাকার কৃষক শ্রী সুমালদাস সরকার জানান, তিনি ১৭ শতাংশ জমিতে মরিচের চাষ করেছেন। তাঁর মতে, “গত বছরের তুলনায় এ বছর মরিচের ফলন অনেক ভালো হয়েছে। গাছগুলোতে প্রচুর মরিচ ধরেছে।”
এলাকার কৃষক মোঃ আব্দুল কুদ্দুস জানান, “অন্য বছরের তুলনায় এ বছ%B
Tags bnp mongla goyalando GOYALANDO MP kaji keramot ali mmc rajbari-01
Check Also
দেশীগ্রামে মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা
॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ তাড়াশ উপজেলার ৮ নং দেশী গ্রাম ইউনিয়ন …
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল