Sunday , 11 January 2026

সত্যনিষ্ঠ সাংবাদিকতার ১৬ বছর: উল্লাপাড়ায় কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥

ল্লাপাড়ায় বর্ণিল ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কালের কণ্ঠ উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজুর সভাপতিত্বে শনিবার বিকাল ৩ টায় (১০/০১/২০২৬) উল্লাপাড়া গুলিস্তানের সাবেক ডিআইজি খান সাইদ হাসান কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অতিথিরা বলেন, কালের কণ্ঠ দেশের অন্যতম দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে দীর্ঘ ১৬ বছর ধরে নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে পাঠকের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক রাশেদুল হাসান। তিনি তাঁর বক্তব্যে কালের কণ্ঠকে সত্যনিষ্ঠ সাংবাদিকতা, গণমানুষের কথা তুলে ধরা এবং সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক রিয়াজুল ইসলাম সবুজ, বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন আনসারী, মনিরুল ইসলাম, আরিফুল ইসলাম, এশিয়া টিভির উল্লাপাড়া প্রতিনিধি আল-আমিন হোসেন, রবিউল ইসলাম, তুহিন খান, মুভি বাংলা টেলিভিশনের উল্লাপাড়া প্রতিনিধি আলমাহমুদ হোসেন, দৈনিক জয়সাগরের স্টাফ রিপোর্টোর এম.এ. জলিল হোসেন এবং দৈনিক জয়সাগর উপজেলা প্রতিনিধি সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

অতিথিরা বলেন, কালের কণ্ঠ দেশের অন্যতম দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে দীর্ঘ ১৬ বছর ধরে নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে পাঠকের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ উদযাপন করেন। এতে উল্লাপাড়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং বসুন্ধরা শুভসংঘের সদস্যরা অংশ নেন।

Check Also

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার ১ অপহরণকারীকে  আটক 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; …