Sunday , 11 January 2026

সুন্দরবন থেকে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

সু ন্দরবনের কালাবগি এলাকা থেকে সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক কাঁকড়া ব্যবসায়ীরা হলেন- (১)তরুণ সরকার,
(২) মনজুর ঢালী,(৩)মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, (৪)মাসুম বিল্লাহ, (৫) মোহাম্মদ আজাদ সানা। এরা সকলেই দাকোপের কালাবগী গ্রামের বাসিন্দা।

১০ জানুয়ারি শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মুহসিন,

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এর একটি আভিযানিক দল সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।

উল্লেখ্য সরকারের নির্দেশনা মোতাবেক কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২ মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Check Also

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার ১ অপহরণকারীকে  আটক 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; …