Sunday , 11 January 2026

হাতিয়া গীতা সারথি ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ও গীতা শিক্ষা একাডেমির উদ্বোধন।।

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নো য়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গীতা সারথি ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন ও গীতা শিক্ষা একাডেমি শুভ উদ্বোধন গত শনিবার সকাল ১০ টায় হাতিয়া তমরদ্দি ইউনিয়নের শ্রী শ্রী হরিদাস বাবাজির সেবাশ্রম মন্দিরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রী হরলাল কর্মকার ( সভাপতি পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি)। এতে বিশেষ অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সুবাস চন্দ্র দাস ।

পরে গীতা শিক্ষা ফাউন্ডেশনের কোমল মতি শিশুদের মাঝে পবিত্র গীতা ও সনাতনী পাঠশালা বই এবং গীতারগ্রন্থের সরঞ্জাম বিতরণ করেন। অনুষ্ঠানটিতে গীতাপ্রেমী ভক্তবৃন্দদের আন্তরিক উপস্থিতিতে সফল ও স্বার্থক ভাবে সুসম্পন্ন হয়।

( সাংগঠনিক সম্পাদক পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি)। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক শ্রুপম চক্রবর্তী ।(আহবায়ক পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন নোয়াখালী জেলা কমিটি) । এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রভাষক শ্রী বিজয় চন্দ্র শীল। (সদস্য সচিব পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন নোয়াখালী জেলাকমিটি,) ডাঃ সজিব রায় (প্রধান উপদেষ্টা পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন), সাংবাদিক উত্তম সাহা, (উপদেষ্টা পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন কমিটি) ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ডাঃ ছোটন চন্দ্র দাস, (নির্বাহী সভাপতি, হাতিয়া উপজেলা হিন্দু মহাজোট), মাষ্টার লক্ষণ চন্দ্র দাস,( যুগ্ম-সাধারণ সম্পাদক, হাতিয়া উপজেলা হিন্দু মহাজোট), শ্রী শ্যামল চন্দ্র দাস, (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হাতিয়া উপজেলা হিন্দু মহাজোট), শ্রী মিঠুন মজুমদার(, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হাতিয়া উপজেলা হিন্দু মহাজোট), মৃদুল চন্দ্র মজুমদার, (সভাপতি, শ্রী শ্রী হরিদাস বাবাজীর সেবাশ্রম পরিচালনা কমিটি), শ্রী আশিষ মজুমদার, (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,হাতিয়া উপজেলা হিন্দু মহাজোট, ) শ্রী পংকজ মজুমদার,(সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হাতিয়া উপজেলা হিন্দু মহাজোট), শ্রীমতি লাকী বালা মজুমদার, (মহিলা বিষয়ক সম্পাদিকা, হাতিয়া উপজেলা হিন্দু মহাজোট), শ্রী শিবির মজুমদার, (সভাপতি, ৭ নং তমরদ্দি ইউনিয়ন হিন্দু মহাজোট,) শ্রী তিমির কান্তি মজুমদার,(সহ-সভাপতি,৭ নং তমরদ্দি ইউনিয়ন হিন্দু মহাজোট), মাষ্টার সঞ্জয় কুমার দাস,(সাধারণ সম্পাদক,৭ নং তমরদ্দি ইউনিয়ন হিন্দু মহাজোট), শ্রী সুমন চক্রবর্তী, (যুগ্ম-সাধারণ সম্পাদক, ৫ নং চরঈশ্বর ইউনিয়ন হিন্দু মহাজোট), শ্রী জুয়েল চন্দ্র দাস, (সাংগঠনিক সম্পাদক, ৫ নং চরঈশ্বর ইউনিয়ন হিন্দু মহাজোট),মাষ্টার সহদেব চন্দ্র দাস, (সভাপতি, গীতা শিক্ষা একাডেমি -২৫), শ্রী পিকছন চন্দ্র দাস, (নির্বাহী সভাপতি, হাতিয়া উপজেলা হিন্দু ছাত্র মহাজোট),শ্রীমতি শ্রাবন্তী মজুমদার(, মহিলা বিষয়ক সম্পাদিকা, হাতিয়া উপজেলা হিন্দু ছাত্র মহাজোট,) শ্রী শ্রাবণ মজুমদার,(কার্যনির্বাহী সদস্য, হাতিয়া উপজেলা হিন্দু ছাত্র মহাজোট)!,পার্থ সারথি গীতা শিক্ষা একাডেমি -২৫ এর সারথি শ্রী দিগন্ত মজুমদার উক্ত অনুষ্ঠানে গীতা পাঠ করেন। সভাপতিত্ব করেন শ্রী তিমির কান্তি মজুমদার, (পরিচালক,গীতা শিক্ষা একাডেমি -৩০,) অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডাঃসঞ্জয় মজুমদার, (সাধারণ সম্পাদক, পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন, হাতিয়া উপজেলা কমিটি)।

দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ৩১ জন বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটির সভাপতিঃডাঃসঞ্জয় মজুমদার, সাধারণ সম্পাদকঃমাষ্টার পিকছন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদকঃবাবু শ্যামল চন্দ্র দাস, প্রধান সমন্বয়কারীঃশ্রী শ্যামল মজুমদার, অর্থ বিষয়ক সম্পাদকঃইঞ্জিনিয়ার শ্রী লিটন চন্দ্র দাস,দপ্তর সম্পাদক :মিশন চন্দ্র দাস। পরে গীতা শিক্ষা ফাউন্ডেশনের কোমল মতি শিশুদের মাঝে পবিত্র গীতা ও সনাতনী পাঠশালা বই এবং গীতারগ্রন্থের সরঞ্জাম বিতরণ করেন। অনুষ্ঠানটিতে গীতাপ্রেমী ভক্তবৃন্দদের আন্তরিক উপস্থিতিতে সফল ও স্বার্থক ভাবে সুসম্পন্ন হয়।

Check Also

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার ১ অপহরণকারীকে  আটক 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; …