Wednesday , 14 January 2026

উল্লাপাড়ায় জনপ্রিয় হয়ে উঠছে কালোজিরা চাষ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কালোজিরা চাষ। তুলনামূলক কম খরচে ভালো লাভের সম্ভাবনা থাকায় উচ্চ ফলনশীল কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মধ্যে।

 

কালোজিরা চাষের শুরুতেই বীজ শোধনসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়ায় বীজবাহিত রোগের প্রকোপ তুলনামূলকভাবে কম দেখা গেছে। পাশাপাশি নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের ফলে ক্ষেতে বড় ধরনের কোনো রোগ-বালাই দেখা দেয়নি বলে জানান কৃষকরা।

চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় আবাদকৃত কালোজিরা ক্ষেতের অবস্থা ভালো থাকায় এ ফসলের দিকে ঝুঁকছেন আরও অনেক কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় প্রায় ১ হেক্টর জমিতে কালোজিরার আবাদ করা হয়েছে। রোগ ও তাপমাত্রা সহনশীল উচ্চ ফলনশীল জাত ব্যবহার করায় এবার উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষি বিভাগ জানায়, কালোজিরা চাষের শুরুতেই বীজ শোধনসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়ায় বীজবাহিত রোগের প্রকোপ তুলনামূলকভাবে কম দেখা গেছে। পাশাপাশি নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের ফলে ক্ষেতে বড় ধরনের কোনো রোগ-বালাই দেখা দেয়নি বলে জানান কৃষকরা।

উপজেলার বাদুল্লাপুর গ্রামের কৃষক আবু সাইদ খাঁ বলেন, কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় তিনি এক বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের কালোজিরা চাষ করেছেন। তিনি জানান, ক্ষেতের অবস্থা ভালো এবং আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, ‘উপজেলায় উচ্চ ফলনশীল কালোজিরা চাষে কৃষকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ মৌসুমে রোগবালাই তেমন তীব্র নয়। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে কালোজিরার উৎপাদন ভালো হবে বলে আশা করছি।’

Check Also

রায়গঞ্জে কাজী ফার্মসের ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কাজী ফার্মসের একটি পণ্যবাহী …