Thursday , 15 January 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময়

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বৃ হস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক আমিনুল ইসলাম মুক্তিযোদ্ধা, উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল ও বেলকুচির গণমান্য ব্যাক্তি বর্গের সাথে এ মতবিনিময় সভা করেন।

 

জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী ও কর্মক্ষম জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। রাজস্ব উন্নয়ন তহবিলের মাধ্যমে গৃহীত এসব উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভায় নির্বাচনকে কেন্দ্র করে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।এ সময় উপস্থিত সকল শ্রেণীর মানুষ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেলকুচিতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ জেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী ও কর্মক্ষম জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। রাজস্ব উন্নয়ন তহবিলের মাধ্যমে গৃহীত এসব উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে ২০জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীর মাঝে মালামালসহ দোকান ঘর, ২৫ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন, এবং যুব সমাজের ২০ জন সদস্যের মধ্যে কম্পিউটার ও ২০ জন সদস্যের মধ্যে ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ইশরাত জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( নির্বাচন আচরণবিধি) নাজমুল হাসান , উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন , উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপকারভোগীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

Check Also

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ রাহিমুল কে সংবর্ধিত করলেন- সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ দ্বী নি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী …