॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লায় পৌর শহরের এক ব্যাবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ওই ব্যাবসায়ী। বেশ কিছুদিন আগে এই এলাকায় বসবাস করা মোংলা থানায় কর্মরত এক পুলিশ সদস্যর বাইসাইকেল চুরি করে নিয়ে গেছে চোর।
চুরির ঘটনায় জরুরি অভিযান পরিচালনা করা দরকার প্রশাসনের। তবে তারা আরো বলেন, এগুলো কোন পরিকল্পিত চুরি না, মোংলায় ইদানীং মাদক সেবনকারিদের সংখ্যা বেড়ে গেছে। মাদক সেবন করার টাকা বা মোবাইল জুয়ায় আসক্তির কারনে চুরি ছিনতাই বাড়ছে।
এদিকে শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও এ পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধার ও কোনো চোর আটক না হওয়া নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী আক্ষেপ করে বলেন গত কয়েক মাস মোংলা পৌর শহরে চুরির ঘটনা ঘটেছে। তাই চুরির ঘটনায় জরুরি অভিযান পরিচালনা করা দরকার প্রশাসনের। তবে তারা আরো বলেন, এগুলো কোন পরিকল্পিত চুরি না, মোংলায় ইদানীং মাদক সেবনকারিদের সংখ্যা বেড়ে গেছে। মাদক সেবন করার টাকা বা মোবাইল জুয়ায় আসক্তির কারনে চুরি ছিনতাই বাড়ছে। এলাকার আশেপাশে মাদক বিক্রেতার সংখ্যা কম নয়।
পৌর শহরের কেওড়াতলা এলাকার ব্যাবসায়ী মরহুম মমিন সাহেবের বাড়ির সামনের ব্রিজ সংলগ্ন আশপাশে রুম ভাড়া করে কিছু বিপদগামী তরুনরা মাদক সেবন, মাদক বিক্রির সাথে জড়িত হওয়ার পর এসব চুরির ঘটনা বেড়েছে এই এলাকায় বলে অভিযোগ করেন এলাকাবাসী।
থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, মোংলা পৌর শহরের ৮ নং ওয়ার্ডের কেওড়াতলা জিয়া সড়কের বাসিন্দা ব্যাবসায়ী মোঃ শাহনুর টিঙ্কুর নিজ বাড়িতে শনিবার (১৭ জানুয়ারি ) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
ব্যাবসায়ী মোঃ শাহনুর টিংকু জানান, শনিবার রাতে তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে চোর বা চোরেরা ঘরের পিছনের দরজা থেকে ঢুকে স্মার্ট ফোন ( মোবাইল ফোন ) সহ ওয়ারড্রপের ড্রয়ারে থাকা দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। চোর শনাক্ত করতে না পেরে অজ্ঞাত নামে চোর অথবা চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
কেওড়াতলা এলাকার বাসিন্দা সাংবাদিক কাজি মাহফুজ জানান, আমার বাড়িতে মোংলা থানার এক পুলিশ সদস্য ভাড়া থাকেন, কিছুদিন আগে রাতে সেই পুলিশ সদস্য ভাইটির বাইসাইকেলটি বাড়ির ভিতর থেকে চুরি করে নিয়ে গেছে।
গত ৮ জানুয়ারী একই ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকা থেকে রিজেকশন ব্যাবসায়ী মিলনের বাড়ির সামনে থেকে তার নিজস্ব এ্যাপাসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে মোংলা থানায় তিনি একই এলাকার শাহজানের ছেলে অনিক, দোকানদার শাহদাতের ছেলে মিলন, নাসির ,সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোটরসাইকেলটি এখন উদ্বার করা সম্ভব হয় নি।
চুরির বিষয়ে মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন (১৭ জানুয়ারি ) জিয়া সড়কে ব্যাবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়া হয়েছে ওই ব্যাবসায়ীকে । চুরি হওয়া ওই মালামাল উদ্ধার ও চোর ও চোরদের আটকে তৎপরতা চালানো হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল