Wednesday , 21 January 2026

সিরাজগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শেষে গণভোট ‎সিরাজগঞ্জ-২ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে ৬৩ সিরাজগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে ৬৩ সিরাজগঞ্জ-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা পাঠ অনুষ্ঠিত হয়। ‎

(২১ জানুয়ারি ২০২৬) বুধবার সকালে আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে  সিরাজগঞ্জের রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মাঝে ‎প্রতীক বিতরণ দেয়া হয়। এসময় উৎসব মুখর পরিবেশে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে স্ব-স্ব নির্বাচনী প্রতীক গ্রহণ করেন।

‎পরে এ উপলক্ষে বিকেলে শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ৬৩ সিরাজগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা পাঠ অনুষ্ঠিত হয়।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সিরাজগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ‎মোঃ আমিনুল ইসলাম মহোদয় এর সভাপতিত্বে ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় কর্তৃক ৬৩ সিরাজগঞ্জ-২ আসনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গনপতি রায়, সহকারী কমিশনার ভুমি মোঃ আফিফান নজমু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, বিপাশা হোসাইন উপজেলা নির্বাহী অফিসার কামারখন্দ,জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান,সহকারী রিটার্নিং অফিসার নাফিস রায়হান। অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।

‎অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত পদপ্রার্থী ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট সিরাজগঞ্জ ৬ টি আসনের বিএনপি দলীয় নির্বাচন পরিচলনা কমিটির সমন্বয়ক- মো: সাইদুর রহমান বাচ্চু নির্বাচনী ইস্তেহার পাঠ করেন, এরপর পর্যায়ক্রমে – বাংলাদেশ জামায়াতে ইসলামী মো: জাহিদুল ইসলাম, ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের মুহিবুল্লাহ্, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ আসনের পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর এস,এম,আব্দুল্লাহ আল মামুন, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং পেশাজীবি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, জনতার দল সিরাজগঞ্জের পদপ্রার্থী মোঃ সোহেল রানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

এ সময় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ, আনসার, পুলিশ সদস্যগণ সার্বিক সহায়তা করেন।

Check Also

মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজা সহ আটক মাদক কারবারি

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে …