Thursday , 22 January 2026

বাগেরহাট ৩ আসনের ধানের শীষের প্রার্থীর প্রচার প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাকিব

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা রামপাল (বাগেরহাট ৩) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.শেখ ফরিদুল ইসলামকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ছাত্রনেতা মোঃ হাসিবুর রহমান সাকিব।

 ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য হাসিবুর রহমান সাকিব বলেন, দেশে গত ১৭ বছর কোনো গণতন্ত্র ছিল না। আমাদের নেতা তারেক রহমান দেশে এসেছেন। তার নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে। তিনি বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

মোংলার সন্তান ছাত্রনেতা সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর পক্ষ থেকে ১৬ জানুয়ারী ২০২৬ তারিখ এক প্রেস নোটের মাধ্যেমে মোংলা রামপাল ( বাগেরহাট ৩) আসনের ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনায় কাজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ছাত্রনেতা হাসিবুর রহমান সাকিব ও অমর একুশে হল ছাত্রদলের সদস্য আবিদ হাসানের নাম উল্লেখ করে এ নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এক আলোচনা সভায় তিনি ছাত্রদলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় মোংলা থানা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য হাসিবুর রহমান সাকিব বলেন, দেশে গত ১৭ বছর কোনো গণতন্ত্র ছিল না। আমাদের নেতা তারেক রহমান দেশে এসেছেন। তার নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে। তিনি বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটের মাধ্যমে। দল আমাদের মোংলা রামপাল (বাগেরহাট -৩) আসনে বিগত দিনের রাজপথের আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত এবং কর্মীবান্ধব জননেতা ড.শেখ ফরিদুল ইসলাম ফরিদকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আমরা দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এ আসনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করে যাবো । তাই আমি বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করার অনুরোধ জানাই।আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় তাহলে বিগত ১৭ বছরের সকল ত্যাগের ফসল ঘরে তুলতে পারব।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা এ দেশের মানুষের ভোটের অধিকার এবং কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। গনতান্ত্রিক রাষ্ট্রকাঠামো ফিরিয়ে আনতে ৩১ দফা বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে আমাদের সবাইকে সকল বিভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের জন্য কাজ করতে হবে।

Check Also

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন রায়গঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বাং লাদেশ মানবাধিকার ফাউন্ডেশন রায়গঞ্জ উপজেলা শাখার নতুন …