Thursday , 22 January 2026

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন রায়গঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বাং লাদেশ মানবাধিকার ফাউন্ডেশন রায়গঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা আরও সুসংহত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

 

সমাজে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সচেতন ও সংগঠিত ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম বাবর আলী খান।

আলোচনা সভায় আহ্বায়ক কমিটির সভাপতি হাজী নুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহিন হোসেন ও রুহুল আমিন বাবুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব শামসুল ইসলাম। তিনি বলেন, সমাজে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সচেতন ও সংগঠিত ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম বাবর আলী খান।

এছাড়াও উপস্থিত ছিলেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইনুল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সাবেক সচিব আলহাজ্ব লুৎফর রহমান দুলাল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সাবেক সভাপতি সুশান্ত কুমার তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল হাকিম বাবু, আব্দুর রাজ্জাকসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা ও সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে সংগঠনের নতুন কমিটি অগ্রণী ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, রায়গঞ্জ উপজেলা শাখার মাধ্যমে মানবাধিকার সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে এবং নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে সংগঠনটি আরও কার্যকরভাবে দাঁড়াবে। সভা শেষে নতুন কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

Check Also

বেলকুচিতে একই মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের বেলকুচি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন …