Friday , 23 January 2026

উল্লাপাড়ায় জামায়াত আমিরের পথসভা: প্রস্তুত হচ্ছে মঞ্চ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥

নি র্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী শনিবার ২৪ জানুয়ারি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা : শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে উল্লাপাড়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। পথসভা উপলক্ষে ইতোমধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।

 

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পথসভা আয়োজনের লক্ষ্যে মঞ্চসহ সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, বিপুল সংখ্যক জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ পথসভা সফল হবে।

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠ প্রাঙ্গণে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

পথসভায় মঞ্চ প্রস্তুতি প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পথসভা আয়োজনের লক্ষ্যে মঞ্চসহ সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, বিপুল সংখ্যক জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ পথসভা সফল হবে।

সভাস্থলে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মঞ্চ প্রস্তুতসহ সার্বিক আয়োজন সম্পন্ন করতে দিন রাত কাজ করছেন স্থানীয় নেতাকর্মীরা।

Check Also

ভালুকায় মিনি বাস উল্টে নিহত ২

॥  ভালুকা, (ময়মনসিংহ) প্রতিনিধি ॥ ম য়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় একটি মিনি বাস উল্টে দুইজন নিহত …