Sunday , 25 January 2026

দিনব্যাপী ছোটভাকলা ইউনিয়নে গণসংযোগ বিগত ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই–আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

বাং লাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন বিগত ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে নাই। মৃত ব্যাক্তিদের নামেও ভোট দেওয়া হয়েছে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ১৭ বছরের দুঃশাসনের পর আজ সময় এসেছে পরিবর্তনের। নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।

২৫ জানুয়ারি রবিবার বিকাল ৪ ঘটিকায় ছোটভাকলা ইউনিয়ন বিএনপি আয়োজিত স্বরুপার চক ঈদগাঁ মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো : মাজেদ মাষ্টারের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ১৭ বছরের দুঃশাসনের পর আজ সময় এসেছে পরিবর্তনের। নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি মো: নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো: মোশাররফ আহাম্মদ, সাবেক সাধারণ মো: সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুরাদ আল উপজেলা শ্রমিক দলের সভাপতি মো : সরোয়ার হোসেন মোল্লা , রেজা, উপজেলা যুবদলের আহবায়ক মো: ফারুক দেওয়ান, যুগ্ম আহবায়ক রাজু শিকদার, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাঈদ মোল্লা, ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মিরাজুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হিমেল প্রমুখ।

নির্বাচন প্রচারণায় সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ধানের শীষ স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে। সকাল ১১ ঘটিকায় বরাট বাজার ও অন্তর মোড়, এলাকা গণসংযোগ করেন। দুপুর দুই ঘটিকার পর মোহাম্মদ আলী চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন রেল গেটে পথ সভায় বক্তব্য রাখেন পথ সভা শেষে বিকাল ৪ ঘটিকায় ছোটভাকলা ইউনিয়নের ৭,৮.৯ তিনটি ওয়ার্ড বিএনপি আয়োজিত পথ সভায় যোগদান করেন। রাস্তার মোড়ে মোড়ে নারী পুরুষ মিলিত হয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে শুভেচ্ছা জানান। তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Check Also

সুবর্ণচরে জামায়াতের এমপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা

॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥ আ সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর …