Monday , 26 January 2026

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ীতে ডিজিটাল সংযোগ স্থাপন(ইডিসি)প্রকল্পের আওতায় ফুলবাড়ী উপজেলায় উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সার্বিক দিকনির্দেশনা সভার উপস্থিত নেতৃবৃন্দের মাঝে আলোচনা পেশ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ডাক.টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

সোমবার ২৬ জানুয়ারী সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্মাণ সহযোগিতায় ফুলবাড়ী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী আলোচনা সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় এবং সার্বিক দিকনির্দেশনা সভার উপস্থিত নেতৃবৃন্দের মাঝে আলোচনা পেশ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ডাক.টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ এর ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যপাড়া ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান উল হাসান আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম মাষ্টার বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়াসহ উপজেলার সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা ভবনে স্থাপিত উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র এর শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান উদ্বোধন শেষে সকলের উপস্থিতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

Check Also

আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত ও ইনসাফের বাংলাদেশ – আলী আলম

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ এ য়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি- …