Monday , 26 January 2026

ভিপি আইনুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ ও সলঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ভিপি আইনুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন গণসংযোগ ও প্রচারণায়।

 

জামতৈল বাজার এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তারা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরেন এবং ভিপি আইনুল হকের পক্ষে ভোট চেয়ে সমর্থন প্রত্যাশা করেন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর এ ধরনের সরাসরি গণসংযোগ দেখে তারা সন্তুষ্ট। অনেকেই বলেন, প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগই গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জামতৈল বাজারে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বাজার এলাকার দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন নেতাকর্মীরা। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ভিপি আইনুল হককে বিজয়ী করার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচি বাজার এলাকায় প্রবেশ করতেই চোখে পড়ে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে, কুশল বিনিময়ের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে এগিয়ে চলে প্রচারণা কার্যক্রম। এ গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ২নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আব্দুল সালাম। তাঁর সঙ্গে ছিলেন ১নং ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নবীর উদ্দিন (নবীর)। এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং ১নং ধামাইনগর ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আবু বক্করসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতাকর্মীদের উপস্থিতিতে জামতৈল বাজার এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তারা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরেন এবং ভিপি আইনুল হকের পক্ষে ভোট চেয়ে সমর্থন প্রত্যাশা করেন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর এ ধরনের সরাসরি গণসংযোগ দেখে তারা সন্তুষ্ট। অনেকেই বলেন, প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগই গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।

গণসংযোগ চলাকালে নেতারা বলেন, ভিপি আইনুল হক একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন। সব মিলিয়ে জামতৈল বাজারে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচি শুধু একটি নির্বাচনী প্রচারণাই নয়, বরং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি প্রাণবন্ত রাজনৈতিক বার্তায় রূপ নিয়েছে—নির্বাচনের মাঠে আরও সরব হয়ে উঠছে ধানের শীষ।

Check Also

আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত ও ইনসাফের বাংলাদেশ – আলী আলম

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ এ য়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি- …