Monday , 26 January 2026

আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত ও ইনসাফের বাংলাদেশ – আলী আলম

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

য়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি- চৌহালী) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেই প্রতিশ্রুতিতে আজকে যে গণজোয়ার উঠেছে সেই গণজোয়ার এ সকলের মুখে মুখে একটাই কথা সেটা হলো দাঁড়িপাল্লার বিজয় সমাবেশে তিনি এ সব কথা বলেন।

 

সোচ্চার হয়েছে আমরা আওয়ামীলীগের শাসন দেখেছি আমরা বিএনপি এর শাসন দেখেছি, আমরা লাঙ্গলের শাসন দেখেছি, আমরা এই দেশের সেনাবাহিনীর শাসন দেখেছি এই শাসনামলের ৫৪ বছরেও বাংলাদেশ ও দেশের মানুষের কোনো উন্নতি হয় নাই। বাংলাদেশে জামায়েত ইসলামের রাজনীতি হলো সত্যের রাজনীতি ও মানুষ গড়ার রাজনীতি এবং উন্নয়ের রাজনীতি। যারা দেশের বাইরে হোমসেল্টারে জীবন যাপন করে তাদের মতো জামায়েত ইসলামের দেশের বাইরে কোনো হোমসেল্টার নাই।

সোমবার বিকেলে উপজেলার বড়ধুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলহাজ্ব মজিরুল হক হাই স্কুল মাঠ প্রাঙ্গনে তিনি আরও বলেন, আমরা আর কোনো বাংলাদেশে পাতানো পঁচা দুর্গন্ধময় ৫৪ বছরের কোনো মার্কা কে আর বাংলাদেশের মানুষ ভোট দিবে না। এবার ভোট একটাই সেটা হলো দাঁড়িপাল্লার বিজয়।

জনগণ সোচ্চার হয়েছে আমরা আওয়ামীলীগের শাসন দেখেছি আমরা বিএনপি এর শাসন দেখেছি, আমরা লাঙ্গলের শাসন দেখেছি, আমরা এই দেশের সেনাবাহিনীর শাসন দেখেছি এই শাসনামলের ৫৪ বছরেও বাংলাদেশ ও দেশের মানুষের কোনো উন্নতি হয় নাই। বাংলাদেশে জামায়েত ইসলামের রাজনীতি হলো সত্যের রাজনীতি ও মানুষ গড়ার রাজনীতি এবং উন্নয়ের রাজনীতি। যারা দেশের বাইরে হোমসেল্টারে জীবন যাপন করে তাদের মতো জামায়েত ইসলামের দেশের বাইরে কোনো হোমসেল্টার নাই।

আমাদের সেল্টার বাংলাদেশ সুতরাং মিথ্যার রাজনীতি দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না। সত্য কে সত্য ভাবুন, সাদা কে সাদা ভাবুন আর কালোকে প্রত্যাখ্যান করুন জাতির আজকে বিবেক খুলে গেছে আমরা হাসপাতাল নির্মাণ করব সেখানে রুগীদের সেবায় এবং তাদের সুখ – দুঃখের সাথে কেউ ছলনা করতে পারবে না।আমি কাঙ্ক্ষিত বাংলাদেশ ও দেশের মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১২ তারিখে আমাকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন।

বড়ধুল ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুস ছামাদ মন্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য, উপজেলার জামায়াতে নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবু হাসেম সরকার, জামায়াতে সেক্রেটারী অধ্যাপক মাওঃ মাজারুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে সহকারী সেক্রোটারী মাহবুবুর রশিদ শামীম, জেলা জাতীয় যুব শক্তি সদস্য সচিব মুসা হাসেমী প্রমুখ। এসময় জামায়াত ইসলামীর উপজেলার পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়ী করতে সকলকে আহবান জানান।

Check Also

ভিপি আইনুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ ও সলঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ …