॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লা রামপাল বাগেরহাট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ড.শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা জোরদার করতে মোংলা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা সহ প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কেন্দ্রভিত্তিক শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। মোংলা উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন সকল ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহকারে সভা চত্বরে এসে জড়ো হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১ টায় শ্রমিক সংঘের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মোংলা উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন ড. শেখ ফরিদুল ইসলাম। এছাড়াও প্রধান বক্তা ছিলেন আইয়ুব আলী মোল্লা বাবু, সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদল ও সাবেক প্রধান সমন্বয়ক বাগেরহাট জেলা যুবদল,মোঃ সাইফুল ইসলাম, আহবায়ক, মোংলা থানা উপজেলা যুবদল।
শুভেচ্ছা বক্তা হিসাবে মোল্যা সফরুল হায়দার সুজন, সদস্য সচিব, মোংলা উপজেলা যুবদল উপস্থিত ছিলেন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন – ইমান হোসেন রিপন, ভারপ্রাপ্ত আহবায়ক, মোংলা পৌর যুবদল ও এম এ কাশেম, সদস্য সচিব, মোংলা পৌর যুবদল প্রচারণা সভায় সহযোগী পরিচালনার দায়িত্বে থানা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদলের সাবেক সভাপতি পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিএনপি নেতা মোঃ এমরান হোসেন, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগ উপস্থিত ছিলো।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা সুমন মল্লিক, রতন মাহমুদ, মোঃ বেল্লাল, মোঃ বেল্লাল হোসেন, মুহাম্মাদ আল মামুন, রাহাত হোসেন মুন্না, জসিম গাজী, হোসেন গাজী, আল আমিন, মাহবুব মাহিন, জসিম, সাব্বির বাবু সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা সহ প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কেন্দ্রভিত্তিক শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। মোংলা উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন সকল ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহকারে সভা চত্বরে এসে জড়ো হয়। সভা শেষে যুবদলের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল