Tuesday , 27 January 2026

১১৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ জলযান উদ্ধোধন করেন— উপদেষ্টা সাখাওয়াত

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

নৌ যান থেকে ফেলা বর্জ্যরে কারণে দেশের সব নদী বন্দরগুলোতে পরিবেশ দূষন হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের বড় বড় নদীগুলো পরিস্কার করা না হলে সমুদ্রও পরিস্কার হবেনা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ জলযান উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ব্যবহারযোগ্য তরল ও অন্যান্য উপাদানে রূপান্তর করে যা পরবর্তীতে বিভিন্ন কলকারখানার কাঁচামাল ও জ্বালানী হিসেবে ব্যবহারযোগ্য হবে। এই প্রক্রিয়ায় নির্ধারিত পরিমান তৈলাক্ত বর্জ্য পরিশোধন করে প্রায় ৮৫% পানি, ১২% ব্যবহারযোগ্য জ্বালানী ও ৩% ছাই উৎপাদিত হয়।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আরও বলেন, কোন বিদেশি জাহাজ মোংলা বন্দরে এসে তেল ছড়িয়ে যায়, তাহলে সেই জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যেকোন বাণিজ্যিক জাহাজ হতে নির্গত বর্জ্য ও দুর্ঘটনা কবলিত জাহাজ হতে নিঃসৃত তেল সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অপসারণ ও পরিশোধন করার সক্ষমতা অর্জন যে কোন আন্তর্জাতিক বন্দরের জন্য বাধ্যতামূলক মানদন্ড হিসেবে বিবেচনা করা হয় জানিয়ে উপদেষ্টা বলেন, মোংলা বন্দর নবনির্মিত তেল অপসরনকারী জলযান স্থাপনের মাধ্যমে সেই মানদন্ড নিশ্চিত করা হয়েছে।

এটি থেকে আর্ন্তজাতিক মারপোল কনভেনশনের সকল শর্ত নিশ্চিত করে নির্মিত এই প্লানটি মোংলা বন্দরে আগত সকল বাণিজ্যিক জাহাজ হতে দূষিত তরল ও অন্যান্য বর্জ্য নিরাপদে স্থান্তর ও পরিশোধন করে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা।

মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান জানান, মোংলা বন্দর নবনির্মিত তেল অপসারণকারী জলযান যুক্ত হওয়ার ফলে আন্তর্জাতিক মারপোল কনভেনশন এর সকল শর্তাবলি নিশ্চিত করে নির্মিত এই প্লান্টটি বন্দরে আগত সকল বাণিজ্যিক জাহাজ হতে দূষিত তরল ও অন্যান্য বর্জ্য নিরাপদে স্থানান্তর ও পরিশোধন করে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বন্দরের বিশেষায়িত জাহাজসমূহের মাধ্যমে বন্দর ও বহিনোঙরে থাকা বাণিজ্যিক জাহাজ হতে যথাসময়ে দূষিত পানি মিশ্রিত তেল ও বর্জ্য সংগ্রহ করে প্লান্টের নিজস্ব জেটিতে নিয়ে আসা হয়। এরপর সংগ্রহকৃত সামগ্রীকে বিশেষায়িত ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে পরিশোধনের ধরন নির্ধারণ করা হয়। প্লান্টের পরিশোধনাগারে দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে ধাপে ধাপে সংগ্রহকৃত বর্জ্য গুলো পরিবেশ বান্ধব করে তোলা হয়েছে।

নবনির্মিত এই প্লান্টের অন্যতম প্রধান বৈশিষ্ট হলো এটি সংগৃহীত বর্জ্যসমূহ পরিশোধনের পাশাপাশি পুনরায় তা ব্যবহারযোগ্য তরল ও অন্যান্য উপাদানে রূপান্তর করে যা পরবর্তীতে বিভিন্ন কলকারখানার কাঁচামাল ও জ্বালানী হিসেবে ব্যবহারযোগ্য হবে। এই প্রক্রিয়ায় নির্ধারিত পরিমান তৈলাক্ত বর্জ্য পরিশোধন করে প্রায় ৮৫% পানি, ১২% ব্যবহারযোগ্য জ্বালানী ও ৩% ছাই উৎপাদিত হয়। এই সকল জ্বালানী সাশ্রয়ী মূল্যে কলকারখানায় ব্যবহারযোগ্য বিধায় উৎপাদন খরচ হ্রাসে বিশেষ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

১১৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ জলযান উদ্ধোধন অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান ছাড়াও উপস্থিত ছিলেন কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার সদস্য (হারবার ও মেরিন), কাজী আবেদ হোসেন সদস্য (অর্থ) ড. এ কে এম আনিসুর রহমান সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কালাচাঁদ সিংহ পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, উপ সচিব, হারবার মাষ্টার ও প্রকল্প পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ সচিব মোঃ মাকরুজ্জামানসহ সকল বিভাগীয় প্রধান ও বন্দর ব্যবহারকারীরা।

Check Also

চৌহালীর সদিয়া চাঁদপুরে দাঁড়িপাল্ল’র নির্বাচনী জনসভা

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের চৌহালীতে সদিয়া চাঁদপুর ইউনিয়নে ১১দলীয় জোট সমর্থিত …