॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের তাড়াশ থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে লিখিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও অপস্ অফিসার মোঃ উসমান গণি।র্যাব-১২, সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গত সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তাড়াশ থানাধীন মান্নান নগর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মান্নান নগর থেকে রানীর হাটগামী পাকা সড়কের ওপর হাজী দলিল উদ্দিন সরকারের মালিকানাধীন মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত ছইরুদ্দিনের ছেলে মো. ছাইফুল ইসলাম (৪২) এবং মৃত নজরুল ইসলামের ছেলে মো. নয়ন আলি (৩৩) । তারা উভয়ই নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খামার চাচকৈড় এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২ জানিয়েছে, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র্যাব-১২ কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল