Tuesday , 27 January 2026

চৌহালীর সদিয়া চাঁদপুরে দাঁড়িপাল্ল’র নির্বাচনী জনসভা

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের চৌহালীতে সদিয়া চাঁদপুর ইউনিয়নে ১১দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে  বোয়ালকান্দি সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোঃ আব্দুর রহিম বেপারীর সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলাম নয়নের সন্ঞ্চালনায় এ নির্বাচনী জনসভা হয়।

 

সিরাজগঞ্জ-৫ আসনকে অবহেলিত নয়, উন্নয়নের মডেল আসনে রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয়দের মতে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সিরাজগঞ্জ-৫ আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রচারণা আরও বেগবান হচ্ছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ আসনের ১১দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলার আমির মোঃ আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা শাখার আমির মোঃ সেলিম রেজা, সেক্রেটারি ডাঃ মোফাজ্জাল হোসেন সবুজ, টাঙ্গাইল উপজেলার মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ শওকত আলী, থানা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আঃ হামিদ, জেলার এনসিপির যুগ্মআহবায়ক মুছা হাশমী।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী ও এনায়েতপুর) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যক্ষ আলী আলমের নির্বাচনী প্রচারণা দিন দিন ব্যাপকতা পাচ্ছে। গ্রাম থেকে গ্রামান্তরে, হাট-বাজার, চায়ের দোকান ও জনসমাগমপূর্ণ এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন তিনি ও তার সমর্থকরা। প্রচারণাকালে অধ্যক্ষ আলী আলম স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কর্মসংস্থানের সংকট সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ-৫ আসনকে অবহেলিত নয়, উন্নয়নের মডেল আসনে রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয়দের মতে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সিরাজগঞ্জ-৫ আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রচারণা আরও বেগবান হচ্ছে। বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরের বিভিন্ন ইউনিয়নে প্রচারণায় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

Check Also

সিরাজগঞ্জে র‌্যাব এর অভিযানে ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের তাড়াশ থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ …