॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
আ সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বলেন,আপনারা যারা আনসার, পুলিশ, নির্বাচনী কর্মকর্তারা একদিন আগে ভোটকেন্দ্রে যাবেন কোন আত্মীয়-স্বজন থেকে আতিথীয়তা নেওয়া যাবে না। বিশেষ করে ভোটারেরা সুন্দরভাবে লাইনে সারিবদ্ধ দাঁড়িয়ে ভোট দিতে পারে এ ব্যবস্থা করবেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসেডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার -এটিএম মোশররফ এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বলেন,আপনারা যারা আনসার, পুলিশ, নির্বাচনী কর্মকর্তারা একদিন আগে ভোটকেন্দ্রে যাবেন কোন আত্মীয়-স্বজন থেকে আতিথীয়তা নেওয়া যাবে না। বিশেষ করে ভোটারেরা সুন্দরভাবে লাইনে সারিবদ্ধ দাঁড়িয়ে ভোট দিতে পারে এ ব্যবস্থা করবেন। এছাড়াও নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন আলোচনা করেন পরে উপজেলা কেন্দ্র পরিদর্শন করেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল