॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
বা গেরহাটের মোংলায় নৌপুলিশের হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১ টার দিকে দ্বিগরাজ এলাকার পশুর নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় নৌপুলিশের এক সদস্য দগ্ধ হন।
অবস্থা অবনতি দেখে উন্নত চিকিতৎসার জন্য দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী মোংলা ফায়ার ব্রিগেড, কোস্ট গার্ড ও মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিট ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় হাই স্পিডবোটের দুইটি ইঞ্জিন ও বোটের অধিকাংশ পুড়ে যায়।
মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে তাদের এডিশনাল ডিআইজি আগমন উপলক্ষে বুধবার রাতে নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে মোংলা নৌ পুলিশ ফাঁড়ির স্পীড বোট চালক কনস্টেবল-৬৪১ কাজী মাহাবুব হাসান এবং স্পীড বোট হেলপার (সিভিলিযান) শামীম তেল আনার জন্য দিগরাজ বাজুয়া ঘাট এলাকায় যায়।
ওই ঘাটে নঙ্গর করে বোটটিতে জ্বালানি তেল নিয়া পুনরায় মোংলা ঘাটের উদ্দেশ্যে আসার প্রস্তুতির সময় বোটটি চালু( স্টাট) দিতে গেলে ব্যাটারির সংযোগ স্থলে স্পার্ক সৃষ্টি হয়। এ সময় হঠাৎ বোটটি আগুন লাগে এবং জ্বালানী পেট্টোল থাকায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে।
এ সময় হেলপার সাতার কেটে কিনারে উঠতে পারলেও চালক কাজী মাহবুব (২৮) নামের এক নৌ পুলিশ সদস্য আগুনে দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করলে অবস্থা অবনতি দেখে উন্নত চিকিতৎসার জন্য দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী মোংলা ফায়ার ব্রিগেড, কোস্ট গার্ড ও মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিট ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় হাই স্পিডবোটের দুইটি ইঞ্জিন ও বোটের অধিকাংশ পুড়ে যায়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল