॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
রা জবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা ফরিদ দেওয়ানের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এখান থেকেই বিএনপির বাসস্ট্যান্ডে এলাকার সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ দেওয়ানের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ফরিদ দেওয়ানের পক্ষে বক্তব্য রাখেন তার ছোট ভাই উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান। তিনি বলেন, এই রাজনৈতিক কার্যালয় শুধু আমার ভাই ফরিদ দেওয়ানের ব্যক্তিগত কার্যালয় নয়, এটি গোয়ালন্দ উপজেলা ও রাজবাড়ী জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের জন্য উন্মুক্ত থাকবে। এখান থেকেই বিএনপির বাসস্ট্যান্ডে এলাকার সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।
উদ্বোধন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন— রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান,জেলা কৃষক দলের আহবায়ক মো. আইয়ুবুর রহমান (আয়ুব),উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মিয়া,উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, গোয়ালন্দ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিদুল ইসলাম সরদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, সদস্য সচিব সানোয়ার আহমেদ, যুগ্ম আহবায়ক রাজু সিকদার,পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাঈদ মোল্লা, সহ পাঁচ শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল