॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম বলেছেন, তাঁর দলের কোনো নেতা চাঁদাবাজিতে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান কঠোর থাকবে।
নির্বাচিত হলে জনগণ পাশে থাকলে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন,সে যত বড়ই হোক, যদি আমার দলের লোকও হয়, তাকে প্রশ্রয় দেওয়া হবে না। আমার সংগ্রাম চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ও মাদকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বেলকুচি উপজেলার মুকুন্দগাতি বাজারে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন,মুকুন্দগাতি বাজারে ছোটখাটো চাঁদাবাজির কথা তাঁর কানে এসেছে। নির্বাচিত হলে জনগণ পাশে থাকলে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন,সে যত বড়ই হোক, যদি আমার দলের লোকও হয়, তাকে প্রশ্রয় দেওয়া হবে না। আমার সংগ্রাম চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ও মাদকের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, মামলায় জরিমানা আদায় হলেও ভুক্তভোগীরা সেই অর্থ পান না এটা অন্যায়। যারা এমন অনিয়ম করবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। গণসংযোগে আমিরুল ইসলাম খান আলীম বাজারে নারীদের জন্য টয়লেট নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সুইপারদের সুবিধা বাড়ানোর কথাও বলেন। তিনি বলেন, আমি রাজনীতিকে মানুষের কল্যাণ ও সেবার মাধ্যম হিসেবে দেখি। মানুষের বিপদে পাশে থাকতে চাই। এমন কাজ করতে চাই, যাতে মৃত্যুর পরও মানুষ আমাকে মনে রাখে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল