Saturday , 31 January 2026

সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ত্র য়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সিরাজগঞ্জের বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

আমিরুল ইসলাম খান বলেন, আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দিবেন। আগের দিন থেকেই ভোট কেন্দ্র পাহারা দিবেন, ভোট দিয়ে উপজেলায় গিয়ে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।

ধুকুরিয়া বেড়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

জনসভায় ভোটারদের উদ্দেশ্য করে আমিরুল ইসলাম খান বলেন, আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দিবেন। আগের দিন থেকেই ভোট কেন্দ্র পাহারা দিবেন, ভোট দিয়ে উপজেলায় গিয়ে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষি খাতে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হবে। মা- বোনদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ডধারী চারটি সুবিধা পাবেন, প্রতি মাসে বিনামূল্যে চাল পাবেন। অর্ধেক মূল্যে খাদ্য সামগ্রিক পাবে, সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পাবেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের বিনা বেতনে শিক্ষা গ্রহণ করাতে পারবেন।

আলহাজ্ব সৈয়দ আহমেদ এর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।জনসভায় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

মোংলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে …