॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
শ নিবার ৩১ জানুয়ারী ২০২৬. বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত খন্ড খন্ড মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে যায় জবসভার মঞ্চস্থল সিরাজগঞ্জের শিল্প পার্ক এলাকা। ২.৩০ মিনিটে জনসভায় উপস্থিত হোন জননেতা তারেক রহমান।
তিনি বলেন, সিরাজগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। বিএনপি ক্ষমতায় এলে, রাস্তাঘাট, শিল্প বাণিজ্য, তাঁত শিল্প, কৃষিখাত, মৎস্য খাত, কওমি জুট মিল চালু,সহ সবকিছুতেই নজর দেওয়া হবে । বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে যে সমস্ত নেতাকর্মী আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত বিএনপির নেতাকর্মী এবং উৎসুক জনতার করতালীতে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। প্রধান অতিথি তারেক রহমান সবাইকে হাত নেড়ে স্বাগত জানান। এরপর বক্তব্যে বলেন , দীর্ঘ ১৭ বছর আপনারা ভোট দিতে পারেননি। এবার ১২ ফেব্রুয়ারি আপনারা আপনাদের পছন্দের প্রার্থী কে ভোট দিবেন। এরপর সিরাজগঞ্জের ৬ টি আসনের বিএনপি দলীয় এমপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন,এবং সবাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার করান ।
তিনি বলেন, সিরাজগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। বিএনপি ক্ষমতায় এলে, রাস্তাঘাট, শিল্প বাণিজ্য, তাঁত শিল্প, কৃষিখাত, মৎস্য খাত, কওমি জুট মিল চালু,সহ সবকিছুতেই নজর দেওয়া হবে । বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে যে সমস্ত নেতাকর্মী আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বিগত সরকারের আমলে একমাত্র বিএনপি রাজপথে ছিল আন্দোলন সংগ্রামে। তাই দেশ ও দেশের মানুষ কে বাঁচাতে হলে আমাদের সকলের একতাবদ্ধ হতে হবে এবং ধানের শীষ কে বিজয়ী করতে হবে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল