॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় শনিবার ভোর রাতে ডাকাতির প্রস্তুুতিকালে ধারালো অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (৩১ডিসেম্বর) ভোর সাড়ে চারটার সময় দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট সংলগ্ন বালুর চাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার আফসার শেখের পাড়া এলাকার বাসিন্দা মো. শাজাহান মিয়ার ছেলে মো. সুলতান মৃধা (২১) ও রাজবাড়ী রেল স্টেশন কুলিপট্টি এলাকার গুরু শেখের ছেলে মো. সুজন শেখ (২১)।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (৩১ডিসেম্বর) ভোর সাড়ে চারটার সময় দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট সংলগ্ন বালুর চাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা একটি ধারালো চাকু ও একটি ধারালো দা উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ফেরি ঘাট এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে।