॥ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
৮০ পিচ ইয়াবা (আনুমানিক মুল্য অর্ধলক্ষ টাকা) সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার সদস্যরা। রোববার (৮ জানুয়ারি) রাত ৮ টার দিকে উল্লাপাড়া উপজেলার নলসোন্দা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করিয়া ৮০ পিচ ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করে।
জব্দকৃত ইয়াবা সহ আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এরা হলো উল্লাপাড়া উপজেলার নলসোন্দা গ্রামের (১) মোঃ রুহুল আমিন (৩৪), পিতা-মৃত নাজিমুদ্দিন, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, (২) মোঃ রাকিব হোসেন (১৯), পিতা-মোঃ ফুয়াদ হাসান, মাতা-মোছাঃ রোজিনা খাতুন।
প্রেস রিলিজে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী জানান, জব্দকৃত ইয়াবা সহ আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল