Tuesday , 20 May 2025

গরীব ও আসহায় শীতার্ত মানুষের পাশে মোংলার নারী উদ্যোক্তা

॥ ইউসুফ সুমন, মোংলা প্রতিনিধি ॥

নারীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নারী উদ্যোক্তা বাগেরহাট জেলা শাখার আয়োজনে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ১শ জন গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার বিকাল ৪ টায় মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে বাগেরহাট জেলা শাখার নারী উদ্যোক্তার সভাপতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,

মঙ্গলবার বিকাল ৪ টায় মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে বাগেরহাট জেলা শাখার নারী উদ্যোক্তার সভাপতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ ও পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র জাহানারা হোসেন চানু।

এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমা মন্ডল, ঢাকা বিভাগীয় সভাপতি সাবরিনা নিম্মি, ঢাকা বিভাগীয় সহ সভাপতি শাহিন আজিজ, ঢাকা বিভাগীয় সহ সভাপতি- কুসুম মিমি,ঢাকা বিভাগীয় কমিটি সদস্য সুলতানা মেহের, ফারজানা ইসলাম,

 

সেক্রেটারি এ্যাসোসিয়েশন অব বিউটি সেলুন ওনার, মাসুদ খান, মেকাপ আটিষ্ট ও বিউটি পার্লার ওনার, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মুক্তা মোস্তফা, সহ সভাপতি আফরোজা হিরা, সহ সম্পাদক কাজী কেয়া, সাংগঠনিক সম্পাদক তানিয়া বুলবুল সুইটি সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …