॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
দেরাজবাড়ীর গোয়ালন্দে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেকিস প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ অ্যাথলেকিস ফেডারেশন।
২৮ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। অনুষ্ঠানে এসময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ অ্যাথলেকিস ফেডারেশন। দিনব্যাপী খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।