Wednesday , 3 September 2025

দোহারে বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥

ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ডায়গনস্টিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

 

সাধারণ জনগণের সুচিকিৎসা নিশ্চিতে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজ রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নানা অনিয়মের অভিযোগে জয়পাড়া ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার, ল্যাব কেয়ার ডায়গনস্টিককে ৩ হাজার, জনসেবা ক্লিনিককে ৩ হাজার, মুক্তি ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার, সমাধান ডায়গনস্টিককে ৫ হাজার, দোহার জেনারেল হাসপাতালকে ৫ হাজার এবং ঢাকা ডেন্টালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাধারণ জনগণের সুচিকিৎসা নিশ্চিতে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ডা. উম্মে হুমায়রা কানেতা, দোহার থানার এস আই মো. গিয়াস, স্যানেটারি কর্মকর্তা আনোয়ার হোসেন।

Check Also

তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে সদরনপৌরসভা ১-০ গোলে জয়ী।

॥ এম আরিফুল ইসলাম , সলঙ্গা  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বু ধবার বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে …