Friday , 22 November 2024
ছবিঃ এ আর আজাদ সোহেল, নোয়াখালী

ইপসার আয়োজনে নোয়াখালীতে বাল‍্যবিবাহ প্রতিরোধে স্কুল ক‍্যাম্পেইন

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

র নয় বাল‍্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, ছেলে একুশ মেয়ে আঠারো এর আগে বিয়ে নয় কারো। এসকল বিষয়ে বর্ণিল হয়ে উঠেছিল নোয়াখালী জেলার পৌর কল‍্যাণ উচ্চ বিদ‍্যালয়। মঙ্গলবার ৯মে সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে অনুষ্ঠিত হয় বাল‍্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ক‍্যাম্পেইন ২০২৩।

 

 

বাল‍্যবিবাহ প্রতিরোধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লক্ষ‍্যমাত্রা অর্জন ও স্মাট বাংলাদেশ গড়ে তোলার জন‍্য সকলকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি কার্যকর উদ‍্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বদেন বক্তারা।

পৌর কল‍্যাণ উচ্চ বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো : নাজিমুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর,নোয়াখালীর উপপরিচালক কামরুন নাহার, ফয়জুল ইসলাম জাহান, প্রতিনিধি,বংলা নিউজ ২৪, ইন্দ্রজিত নন্দী,সভাপতি,বাঙালী লোক শিল্প সংস্থা,নোয়াখালী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্ল‍্যান ইন্টারন‍্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বাস্তবায়িত সিওয়াইসিডিপি এর আওতাধীন কম্বেটিটং অরলি ম‍্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প ও ইপসার জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঞা।

বাল‍্যবিবাহ প্রতিরোধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লক্ষ‍্যমাত্রা অর্জন ও স্মাট বাংলাদেশ গড়ে তোলার জন‍্য সকলকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি কার্যকর উদ‍্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বদেন বক্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাজিমুল হায়দার দুই শতাধিক ছাত্রীকে বাল‍্যবিবাহ প্রতিরোধ,জেন্ডার সমতা,শিশু অধিকার ও শিশু সুরক্ষায় শপথবাক‍্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের মাঝে এ বিষয়ক বুকলেট বিতরণ ও সংগীত পরিবেশন করা হয়।

Check Also

মোংলায় রান্না ঘর থেকে আগুনে পুরলো দিন মজুরের মাথা গোজার ঠাই

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় আগুনে পুড়ে ছাই হয়েছে এক দিন মজুরের …