॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিকারিপাড়া ইউনিয়নে সুজাপুর এলাকায় ইছামতি নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু কাটা বন্ধকরা হয়। রবিবার দুপুরে অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আ.হালিম।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আ.হালিম বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র জানায় ড্রেজার ব্যবসায়ী বাবুল সুজাপুর গ্রামে অবৈধ ভাবে ইছামতি নদীতে ড্রেজার বসিয়েছিলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে ও ড্রেজার পাইপ অপসারণ করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আ.হালিম বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।