॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
রাজবাড়ীর গোয়ালন্দে গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুল এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জুন) দুপুরে গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের আয়োজনে স্কুলের মাঠ চত্বরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ফকির আব্দুল কাদের বলেন, ‘সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়। সন্তান বাড়ির পড়াশোনা ঠিক মতো করছে কিনা, (স্কুলের বাইরে) কোথায় কার সাথে মিশছে, কোনো খারাপ সঙ্গ তাকে ঘিরে ফেলেছে কিনা – এসব বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে অভিভাবককে।
রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান, বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তক শিক্ষক বাবু নির্মল কুমার চক্রবর্তী,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. বাবুর আলী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতিসহ শতাধিক অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী এবং স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা প্রমুখ।
এসময় ফকির আব্দুল কাদের বলেন, ‘সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়। সন্তান বাড়ির পড়াশোনা ঠিক মতো করছে কিনা, (স্কুলের বাইরে) কোথায় কার সাথে মিশছে, কোনো খারাপ সঙ্গ তাকে ঘিরে ফেলেছে কিনা – এসব বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে অভিভাবককে। ছাত্রছাত্রীদের পেছনে আমাদের স্কুল থেকে সর্বোচ্চ শ্রম দেওয়া হয়। কারণ আমাদের শিক্ষার মান, ও স্কুলের ধারাবাহিক উন্নতি ধরে রাখতে বদ্ধপরিকর আমরা।