॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥
তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার কবর জিয়ারতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল দলটি।তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হুদা কন্যা অন্তরা সেলিমা হুদার নেতৃত্বে শুক্রবার বাদ জুম্মাহ ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের বেথুয়া গ্রামে প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
আজ তাই তাকে স্মরণের মধ্যে দিয়ে দলটি আজ তাদের কার্যক্রম শুরু করলো। এগিয়ে আসলো নির্বাচনে অংশগ্রহণে। আগামী সংসদ নির্বাচনেও তৃণমূল বিএনপি অংশগ্রহণ করবে। দলের নীতিগত সিদ্ধান্তে দেশবাসীর দোয়া ও ভালবাসায় এগিয়ে যাবে আগামীর পথে।
অন্তরা সেলিমা হুদা এসময় সাংবাদিকদের জানান, আজ (২৩ জুন) দলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। সে নির্বাচনে তৃণমূল বিএনপি অংশগ্রহণ করবে। সোনালী আঁশ দলীয় প্রতীকে নির্বাচন করবেন দলটির মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান।
অন্তরা সেলিমা হুদা বলেন, তার প্রয়াত বাবা ব্যারিস্টার নাজমুল হুদা চেয়েছিলেন গণমানুষের মুক্তির অধিকার প্রতিষ্ঠা করতে। সেই লক্ষ্যে তার দল কাজ করবে। আজ তাই তাকে স্মরণের মধ্যে দিয়ে দলটি আজ তাদের কার্যক্রম শুরু করলো। এগিয়ে আসলো নির্বাচনে অংশগ্রহণে। আগামী সংসদ নির্বাচনেও তৃণমূল বিএনপি অংশগ্রহণ করবে। দলের নীতিগত সিদ্ধান্তে দেশবাসীর দোয়া ও ভালবাসায় এগিয়ে যাবে আগামীর পথে।
দোয়া ও মোনাজাতে দলটির মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান ছাড়াও যুগ্ম-মহাসচিব আক্কাছ আলী খান, চেয়ারপাসনের একান্ত প্রেস সচিব তারেক হোসেন সহ নেতাকর্মী, এলাকাবাসীরাও অংশ নেন।
প্রসঙ্গত, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সংসদের কোন আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরদিন হবে প্রতীক বরাদ্দ। সর্বশেষে ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।