॥ শেখ রানা, বিশেষ প্রতিনিধি ॥
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কেতু মোল্লা(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোমরগঞ্জ বাহ্রা ব্রিজের নীচে এ দুর্ঘটনা ঘটে। মৃত কেতু মোল্লা উপজেলার বোয়ালী গ্রামের একলাছ মোল্লার ছেলে।
স্থানীয় লোকজন প্রায় ৩ ঘন্টা চেষ্টার পরও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে দোহার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে তারা ঢাকার সিদ্দিক বাজার হেডকোয়াটার ফায়ার সার্ভিস ডুবুরী দলকে খবর দেয়।
স্থানীয় ও দোহার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার কোমরগঞ্জ বাহ্রা ব্রিজের নিকট ইছামতি নদীতে কেতু মোল্লা গোসল করতে নামে এবং সাঁতরে নদীর মাঝখানে চলে যায়।
পরে সে এক সময় পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন প্রায় ৩ ঘন্টা চেষ্টার পরও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে দোহার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে তারা ঢাকার সিদ্দিক বাজার হেডকোয়াটার ফায়ার সার্ভিস ডুবুরী দলকে খবর দেয়।
পরে বিকেল পৌনে ৪টার দিকে ডুবুরী দল নদীর মাঝখান থেকে ডুবে যাওয়া কেতু মোল্লাকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃতের বাবা একলাছ মোল্লা বলেন, কেতু আমার একমাত্র ছেলে। তার মাথায় সমস্যা ছিল। নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।
দোহার উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার তামীম হাওলাদার বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। পরে ঢাকায় ডুবুরী দলকে খবর দিলে তারা এসে ৫ মিনিটের মধ্যে কেতু মোল্লাকে মৃত অবস্থায় উদ্ধার করে ।