Sunday , 7 December 2025

নোয়াখালীতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা  প্রতিনিধি ॥

মার ভ্যাট আমি দিব,কেনার সময় চালান নিব এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় ভ্যাট দিবস ও ১০ ডিসেম্বর -১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করা হচ্ছে।

 

অনুষ্ঠান সঞ্চালন করেন, কাস্টম এক্সাইজ ও ভ্যাট নোয়াখালীর সহকারী রাজস্ব কর্মকর্তা সদর সার্কেল শাহ মোহাম্মদ যোবায়ের। এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের করদাতাগন উপস্থিত ছিলেন।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ নোয়াখালী শাখার উদ্যোগে ১২ ডিসম্ভর বুধবার সকাল ১১ টায় নোয়াখালী জেলা শহরের মেহরান ডাইন কনভেনশন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগের নোয়াখালী ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সোনিয়া আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগের অতিরিক্ত কমিশনার আবদুল মান্নান সরদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ- সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, কুমিল্লা বিভাগের অতিরিক্ত কমিশনার, নাহিদ নওশাদ মুকুল, নোয়াখালীর উপ-কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালন করেন, কাস্টম এক্সাইজ ও ভ্যাট নোয়াখালীর সহকারী রাজস্ব কর্মকর্তা সদর সার্কেল শাহ মোহাম্মদ যোবায়ের। এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের করদাতাগন উপস্থিত ছিলেন।

Check Also

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন ” হাজী আব্দুস সাত্তার

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ শ নিবার ৬ ডিসেম্বর ২০২৫ এক যুগ পর সিরাজগঞ্জ ব্যবসায়ীদের …