Thursday , 21 November 2024

রাজবাড়ী-২ আসনে বিপুল ভোটে ৫মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিম

॥সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিপুল ভোটে ৫মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

 

 

রবিবার (৭ জানুয়ারী) রাত ৯টার দিকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক ঈগল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট।

এছাড়া এ আসনে জাসদ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া মশাল প্রতীকে ২ হাজার ৬০২ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শফিউল আজম খান লাঙ্গল প্রতীকে ২ হাজার ৫৩৪ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডল ছড়ি প্রতীকে ৮৪৭ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এস.এম ফজলুল হক সোনালী আঁশ প্রতীকে ৭৬৫ ভোট পেয়েছেন।

রবিবার (৭ জানুয়ারী) রাত ৯টার দিকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।

Check Also

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মোংলায় সর্বসাধারণের …