Tuesday , 20 May 2025

শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর. পক্ষ থেকে এমপিকে উষ্ণ সংবর্ধনা

॥  সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর পক্ষ থেকে নরসিংদী-৩ শিবপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা কে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।

 

 

শনিবার (২৯ জুন) দুপুর ০৩ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধীয় অতিথি শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: সজীব, সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল প্রমুখ। এসময় জেলা, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …