Tuesday , 20 May 2025
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো শুক্রবার মাছপাড়ায় উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খন্দকার সিসিলের কর্মী সভায় বক্তব্য রাখেন

মাছপাড়ায় উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খন্দকার সিসিলের সমর্থনে নির্বাচনী কর্মী সভা

॥সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খন্দকার তাজবীর হাসান সিসিলের সমর্থনে শুক্রবার (২৮ জুন) বিকালে মাছপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৭ শে জুলাই মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনের প্রার্থীতার ক্ষেত্রে ইতো মধ্যে খন্দকার তাজবীর হাসান সিসিলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। নির্বাচনে অপরাপর যেসব প্রার্থীদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে খন্দকার সিসিলের জনসমর্থন বেশী।

মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মিয়া চাঁদ মাস্টারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বক্তব্য রাখেন।

তিনি বলেন, আগামী ২৭ শে জুলাই মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনের প্রার্থীতার ক্ষেত্রে ইতো মধ্যে খন্দকার তাজবীর হাসান সিসিলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। নির্বাচনে অপরাপর যেসব প্রার্থীদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে খন্দকার সিসিলের জনসমর্থন বেশী। জনসমর্থন ধরে রাখতে প্রতিটি পাড়ায় পাড়ায় নির্বাচনী কর্মী সভা করা হবে। তিনি সিসিলের পক্ষে নির্বাচনী কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি নির্বাচনী কার্যক্রমে প্রতিপক্ষের কেউ উস্কানিমূলক কথাবার্তা বল্লে দাঁতভাঙ্গা জবাবের হুঁশিয়ারী দেন।

কর্মী সভায় অন্যান্যের মধ্যে মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী খন্দকার তাজবীর হাসান সিসিল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম হোসেন রোনো, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম খান, আনসার আলী মন্ডল ও বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মন্ডল প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাছপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকবর আলী প্রামানিক। মাছপাড়া ইউপি আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ কর্মী সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মাছপাড়া ইউপির ৫বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর পুত্র, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ আলী মৃধা, পাংশা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু ও মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুস সামাদ সরদারের পুত্র আবুল কালাম আজাদ মাঠে রয়েছেন। শুরুতেই ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন প্রার্থীরা।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …