॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥
নরসিংদী সদর উপজেলায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ সহ এক নারীকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের আনসার ক্যাম্পের পাশে থেকে এসব চোলাই মদ উদ্ধার করা হয় বলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ নিশ্চিত করেন।
এমন সংবাদের ভিত্তিতে রিনা দাসের বসত ঘরে অভিযান চালিয়ে মাদক কারবারি রিনা দাসকে হাতেনাতে দুইশ পাঁচ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
আটকৃত নারী হলেন, সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের আনসার ক্যাম্প সংলগ্ন নানকা রবিদাসের স্ত্রী রিনা রানী দাস (৪০) ওরফে রিনা রবি দাস। এসময় তার হেফাজত থেকে ৭টি কন্টেইনারের ভিতর ২০৫ (দুইশ পাঁচ) লিটার দেশীয় মদ (চোলাই মদ) উদ্ধার করা হয়।
ওসি তানভীর আহমেদ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ এর তত্ত্বাবধানে উপপরিদর্শক কামরুজ্জামান, আঃ গাফ্ফার, শামীম হোসেন, আজিজুল ইসলাম ও এএসআই নাজমুল সহ সঙ্গীয় ফোর্সের মাধ্যমে গঠিত একটি চৌকস দল নরসিংদী সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুর ইউনিয়নের আনসার ক্যাম্প সংলগ্ন মাদক কারবারি রিনা রানী দাস ওরফে রিনা রবি দাসের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রয় চলিতেছে বলে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে রিনা দাসের বসত ঘরে অভিযান চালিয়ে মাদক কারবারি রিনা দাসকে হাতেনাতে দুইশ পাঁচ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
এসময় রিনা রানী দাস পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা রিনা রানী দাস ওরফে রিনা রবি দাসের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, নরসিংদী থেকে মাদক নির্মূল ও মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। পরে আটকৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।