Wednesday , 11 December 2024

গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটির আয়োজনে মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১ টার দিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৩০ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত এ সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার করা হবে।

মতবিনিময় সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান মিয়া, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, মৎস্য ব্যবসায়ী বাদল বিশ্বাস, উপজেলা মৎস্য সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অসেল ব্যাপারী সহ উপজেলার মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ৩০ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত এ সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার করা হবে।

এছাড়া মৎস্য চাষে সফল ব্যক্তি/চাষী/উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং মৎস্যচাষ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এসময় ইউএনও তার বক্তব্যে বলেন, গোয়ালন্দে পদ্মা নদী, খাল বিলে কোন চায়না দুয়ারী থাকবেনা, গোয়ালন্দ হবে চায়না দুয়ারী মুক্ত। আজ থেকেই উপজেলার বিভিন্ন স্থানে চায়না দুয়ারী বন্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …