Sunday , 24 November 2024

মোংলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির মামলায় গ্রেফতার-১ 

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বিত্র ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ আল কুরআন এবং নবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে কটূক্তির অভিযোগে একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩ আগষ্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২ আগষ্ট) ধর্ম অবমাননার দায়ে মামলা হলে ওই দিন রাতে তাকে আটক করে পুলিশ। মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

ওই ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লার কাছে জানতে চান যে, আপনি ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআন, আমাদের নবী ও নবীর আদর্শ কে নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য কেন করলেন? তখন তিনি উত্তেজিত হয়ে বলেন “বলেছি তো কি হয়েছে”।

গ্রেফতারকৃত ব্যক্তি মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে মোঃ জাহাঙ্গীর মোল্লা (৫৫)।  মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, মোংলা বাজারের চৌধুরীর মোড়ের মোঃ রিয়াজুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ীর দোকানের সামনে এসে আসামী মোঃ জাহাঙ্গীর মোল্লা ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআন, নবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং নবীর আদর্শ সম্পর্কে আপত্তিকর কথা বলতে শুরু করেন।

এসময় ফল ব্যবসায়ী রিয়াজুল এবং তার সহযোগী ব্যবসায়ী মনিরুজ্জামান এসব কথা বলতে নিষেধ করেন। পরে জাহাঙ্গীর মোল্লা উত্তেজিত হয়ে পার্শ্ববর্তী ফল ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলামের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ওই ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লার কাছে জানতে চান যে, আপনি ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআন, আমাদের নবী ও নবীর আদর্শ কে নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য কেন করলেন? তখন তিনি উত্তেজিত হয়ে বলেন “বলেছি তো কি হয়েছে”।

এ সময় তিনি ইসলাম ধর্মের চার খলিফাকে নিয়েও বাজে মন্তব্য করেন। পরে উপস্থিত লোকজন তার ওই মন্তব্য শুনে উত্তেজিত হয়ে উঠলে কৌশলে সে ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

জাহাঙ্গীর মোল্লা সম্পূর্ন ইছাকৃতভাবে দাঙ্গা বাঁধানোর অভিপ্রায়ে ইসলাম ধর্ম, ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআন, নবী ও নবীর আদর্শসহ চার খলিফাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সে চরমভাবে প্রকাশ্যে ইসলাম ধর্ম ও ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করায় তার বিরুদ্ধে ফল ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলাম বাদী হয়ে মোংলা থানায় শুক্রবার রাতে মামলা দায়ের করেন। এদিন রাতেই কাইনমারীর নিজ বাড়ী থেকে আসামি জাহাঙ্গীর মোল্লাকে পুলিশ গ্রেফতার করে।

শনিবার (৩ আগষ্ট) সকালে গ্রেফতারকৃত জাহাঙ্গীর মোল্লাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম।

Check Also

মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে নারী সহ রক্তাক্ত জখম-৮

॥  বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে দুই পক্ষের নারী সহ ৮জন …