Sunday , 6 April 2025

মোংলায় মন্দির পাহাড়ায় কোস্টগার্ড

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় পাশাপাশি মোংলার কেন্দ্রীয়সহ ৩৮টি মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড।

 

জনগণের জানমাল রক্ষাসহ বিভিন্ন ধর্মালম্বীর ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং থানায় দুষ্কৃতিকারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধেও সর্বদা কাজ করে যাচ্ছেন তারা।

মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুর ১২ টা থেকে এসব মন্দিরে নিরাপত্তায় সতর্ক অবস্থানে নিরাপত্তার কাজ করেন তারা। এদিন মোংলা উপজেলার মন্দিরগুলোয় টহল শেষে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবিদ বিন মনজুর সাংবাদিকদের বলেন, মাইনেরটি বা সংখ্যালঘু সম্প্রদায় বলতে কাউকে আলাদা করে দেখতে চাইনা। সবার এক দেশ, এক জাতি আমরা সবাই বাংলাদেশী। এছাড়া দেশের চলমান পরিস্থিতিতে যে কোন নাশকতা মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধ পরিকর।

জনগণের জানমাল রক্ষাসহ বিভিন্ন ধর্মালম্বীর ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং থানায় দুষ্কৃতিকারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধেও সর্বদা কাজ করে যাচ্ছেন তারা।

এছাড়া কোস্ট গার্ড পশ্চিম জোন এর আওতাধীন মোংলা বন্দর, খুলনা শিপইয়ার্ড, মোংলা ইপিজেড এবং মোংলায় অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্ট গার্ড পশ্চিম জোন। খুলনা ও মোংলা উপকূল বাসীর যেকোন অপ্রীতিকর ঘটনা দেখা মাত্রই কোস্টগার্ড পশ্চিম জোন কন্ট্রোলরুমে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Check Also

শ্যামনগরের পরানপুর স্কুল বাড়ী সরকারী দিঘির পানি পাইপ লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ

॥ নূরুন্নবী ইমন,শ্যামনগর প্রতিনিধি ॥ সা তক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউয়িনের পরানপুর স্কুল বাড়ী জেলা …