Tuesday , 20 May 2025

মোংলায় বিএনপির নেতা লায়ন ফরিদ’র সম্প্রীতি সমাবেশ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার সকালে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামে অনুষ্ঠিত এ সস্প্রীতি সমাবেশে বিপুল সংখ্যক হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

 

ধর্ম যার-যার, দেশটা সবার। ধর্মীয় সম্প্রীতির উপর কেউ আঘাত করার অপচেষ্টা চালালে পুলিশকে সাথে নিয়ে বিএনপির নেতা-কর্মীরা তা প্রতিহত করবে। ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে নতুন করে দেশটাকে গড়ে তুলতে হবে।

সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ছাত্রজনতার গণআন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবার পর তার স্বৈরাচারের দোসররা দেশে অরজাগতা সৃষ্টির চেষ্টা করছে। তারা সফল হতে পারবেনা, ছাত্রজনতা সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। ধর্ম যার-যার, দেশটা সবার। ধর্মীয় সম্প্রীতির উপর কেউ আঘাত করার অপচেষ্টা চালালে পুলিশকে সাথে নিয়ে বিএনপির নেতা-কর্মীরা তা প্রতিহত করবে। ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে নতুন করে দেশটাকে গড়ে তুলতে হবে।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …