Sunday , 24 November 2024

হাতিয়ায় কেন্দ্রীয় সমন্বয় আব্দুল হান্নানের আগমনে ছাত্রজনতার ঢল।।

॥ আরজু আক্তার, হাতিয়া প্রতিনিধি ॥

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ। স্বৈরাচার বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ মোঃ রিটনের কবর জিয়ারত করতে এসে বলেন,২৪শের বাংলাদেশ ছাত্র জনতার, সামনের বাংলাদেশ কিভাবে চলবে তা নিশ্চিত করবে ছাত্র জনতা।

 

আপনারা যেখানে দুর্নীতি, অনিয়ম, অন্যায় দেখবেন সাথে সাথে তা প্রতিহত করবেন। আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ সরকারকে যেভাবে উৎখাত করতে সক্ষম হয়েছি, ঠিক আপনারা ও সেভাবে অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা শহীদ রিটনের বাবার পাশে থাকবেন।

সোমবার (২৬শে আগস্ট) আব্দুল হান্নান মাসুদ তার নিজ জর্ম্মভূমি হাতিয়ায় সকাল‌ সাড়ে ৭টার দিকে শহীদ মোঃ রিটনের কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা থেকে একটি প্রতিনিধি দল নিয়ে হাতিয়া আসেন । পরে উপজেলার চরকিং ইউনিয়নের ২২নম্বর এলাকায় নিহত শহীদ রিটনের কবর জিয়ারত করেন ।

এ সময় আব্দুল হান্নান মাসুদ জনতার উদ্দেশ্যে বলেন, ২৪শের বাংলাদেশ ছাত্র জনতার সামনের,বাংলাদেশ কিভাবে চলবে তা নিশ্চিত করবে ছাত্র জনতা। আপনারা যেখানে দুর্নীতি, অনিয়ম, অন্যায় দেখবেন সাথে সাথে তা প্রতিহত করবেন। আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ সরকারকে যেভাবে উৎখাত করতে সক্ষম হয়েছি, ঠিক আপনারা ও সেভাবে অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা শহীদ রিটনের বাবার পাশে থাকবেন। রিটন শহীদ হয়েছে। আল্লাহ যেন তাকে শহীদী মর্যাদা দান করে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এ সময় তিনি বলেন দ্বীপ উপজেলা হাতিয়ায় কোন প্রকার বৈষম্য‌ চলবে না,থাকবেনা কোন সন্ত্রাসী।

জানা যায়,শহীদ রিটন রাজধানীর যাত্রাবাড়ী একটি দোকানে চাকুরী করতেন। সে (০৫ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়। পরে তাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ২২ লম্বর এলাকায় নানা বাড়ির কবরস্থানে দাফন করা হয়।

তার ১ স্ত্রী ২ছেলে ১ কন্যা সন্তান রয়েছে। তার পিতার নাম মো.আবুল কালাম সে ভাইবোনদের মধ্যে সকলের বড় ছেলে। পরে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শহীদ রিটনের অসুস্থ কন্যা সন্তানকে দেখতে আসেন এবং অন্যান্য রোগীদের খোঁজ খবর নেন।

Check Also

মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে নারী সহ রক্তাক্ত জখম-৮

॥  বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে দুই পক্ষের নারী সহ ৮জন …