Tuesday , 20 May 2025

মোংলায় নারী পাচারকারী, মাদক ও সুদ কারবারীর নানা অপকর্মের হাত থেকে পরিত্রাণ পেতে এবং বিচারের দাবীতে মানববন্ধন

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় নারী পাচারকারী, মাদক ও সুদ কারবারীসহ নানা অপকর্মের হোতা বকুলের হাত থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে পৌর মার্কেট চত্বরের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার বিচারের দাবী জানানো হয়।

 

এছাড়া প্রথম প্রথম মানুষকে টাকা ধার দেয়ার রেওয়াজে সুদের রমরমা কারবার চালিয়ে যাচ্ছেন। বকুলের এসব কর্মকান্ডের ঘটনায় তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও হয়েছে।

এ সময় ভুক্তভোগী নাজমা, কুলসুম, খাদিজা, জামিনুর, জলিল ও আমির হোসেন বলেন, বকুলের আগ্রাসনে এলাকা মাদকে সয়লাব। এলাকার দরিদ্র নারীদের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে আসছেন বকুল। এছাড়া প্রথম প্রথম মানুষকে টাকা ধার দেয়ার রেওয়াজে সুদের রমরমা কারবার চালিয়ে যাচ্ছেন। বকুলের এসব কর্মকান্ডের ঘটনায় তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও হয়েছে। আর বকুলের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাকে মামলাসহ নানাভাবে হয়রানী করে থাকেন বকুল। বকুলের এ মামলা-হামলার শিকার পৌরসভার সিগনাল টাওয়ার এলাকার অসংখ্য পরিবার। তারা এখন বকুলের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …