Wednesday , 3 December 2025
সভাপতি মনির, সম্পাদক কামাল

সাতক্ষীরা শ্যামনগর প্রেসক্লাবে এক যুগপরে নির্বাচন-সভাপতি মনির, সম্পাদক কামাল

॥ সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ একযুগ পরে সাতক্ষীরার সুন্দরবন বেষ্টিত শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীন ভাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত সাতক্ষীরার এস.এম মোস্তফা কামাল ১৫ ভোট, ভোরেরপাতার মনিরুজ্জামান মুকুল ৭ ভোট, অধিকরণের জিএম কামরুজ্জামান ৮ ভোট ও দেশ সংযোগের আছাদুজ্জামান লিটন ৮ ভোট পেয়েছেন।

এতে সভাপতি পদে সামিউল ইমাম আজম মনির এবং সাধারণ সম্পাদক পদে এস.এম মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৪০ জন ভোটারদের মধ্যে ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে সমকালের সামিউল ইমাম আজম মনির পান ৩১ ভোট ও আলোকিত বাংলাদেশের আলমগীর সিদ্দিকি পান ০৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত সাতক্ষীরার এস.এম মোস্তফা কামাল ১৫ ভোট, ভোরেরপাতার মনিরুজ্জামান মুকুল ৭ ভোট, অধিকরণের জিএম কামরুজ্জামান ৮ ভোট ও দেশ সংযোগের আছাদুজ্জামান লিটন ৮ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি এবং সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ উপস্থিত থেকে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে ভোট গ্রহণ করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি.এম মুনসুর আলম, সদস্য সচিব জি.এম মোহাম্মদ আলী ও সদস্য এস.এম আলমগীর হায়দার। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ ও অর্থ সম্পাদক সোহরাব হোসেন।

Check Also

সিরাজগঞ্জে ৩৪ তম, আন্তর্জাতিক ও ২৭ তম, জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ অনুষ্ঠিত

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ জা তিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য  Fostering disability inclusive for advancing social …