Sunday , 6 July 2025

মোংলায় বিদেশী রং সহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলা বন্দরের বানিজ্যিক জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা বিদেশী রং সহ এক চোরাকারবারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। শনিবার গভীর রাতে পশুর নদীর পার মোংলা ফেরীঘাটে এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অর্ধশত ড্রাম রং ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

 

নদীর পার ও তার বসত ঘর থেকে প্রায় অর্ধশত ড্রাম ভর্তি বিদেশী রং ও ডাকাতীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক আলী হোসেন’র বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা ।

মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানায়, গোপন সংবাদের সুত্রধরে মোংলা বন্দরের পশুর চ্যানলে অভিযান চালায় মোংলা থানা পুলিশের একটি দল।

এসময় বন্দরে অবস্থারত বিদেশী জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা প্রায় ৫০ ড্রাম বিদেশী রং নিয়ে মোংলা ফেরি ঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আলী হেসেন (৩৭) নামের এক চোরাকারবারীকে আটক করে পুলিশ।

আটক আলী হোসেন পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। তার দেয়া তথ্য মতে নদীর পার ও তার বসত ঘর থেকে প্রায় অর্ধশত ড্রাম ভর্তি বিদেশী রং ও ডাকাতীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক আলী হোসেন’র বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা ।

আটক আলী হোসেন’র বিরুদ্ধে মানব পাচার, নারী নির্যাতন, জাহাজে ডাকাতী, চুরি ও সন্ত্রাসী কর্মকান্ড সহ থানায় ১১টি মামলা রয়েছে।

Check Also

নবাবগঞ্জে যুবদল নেতার লাশ উদ্ধার

॥ বিশেষ প্রতিনিধি ॥ ঢা কার নবাবগঞ্জ উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের মরদেহ …