Saturday , 23 November 2024

হাতিয়ায় নিজের দোকান ভিটে উদ্ধারের জন্য বাংলাদেশ নৌ বাহিনীর নিকট আবেদন ।।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের চর আমানুল্যাহ গ্রামের রামচরণ বাজারে নিজের দোকান ভিটে উদ্ধারের জন্য নৌ বাহিনীর নিকট আবেদন করেছে ভূক্তভোগী পরিবার।

 

ব্যবসায়ী ওবায়দুর রহমান পাওনা টাকা আদায় করতে গেলে নবীর উদ্দিন মারধর করার চেষ্টা করে । পরে ওবায়দুর রহমান বাংলাদেশ নৌ বাহিনী হাতিয়া , নিকট ০৪/০৯/২৪ইং তারিখে অভিযোগ পত্র দায়ের করেন ।

জানা গেছে, হাতিয়া সুখচর ইউনিয়নের চর আমানুল্যাহ গ্রামের রামচরণ বাজারে নিজেদের দোকান‌ ভিটা উদ্ধার করার জন্য ০৫/০৪/১৫ ইং ইরাক উদ্দিন (পিং হাজী শেয়ার আলী ) অভিযুক্ত নবীর উদ্দিন (পিং ছৈয়দ আহম্মেদ )কে আসামি করে হাতিয়া সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায় নবির উদ্দিন ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরের দিন দিবাগত রাত্রে জোরপূর্বক কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে মোঃ ইরাক উদ্দিনের রামচরণ বাজারের উত্তর পাশে কামার গলিতে দুইটি দোকান ভিটা জবর দখল করেন। মামলা টি বিচারাধীন। এখন নৌবাহিনীর কাছে নিজের দোকান ভিটে উদ্ধার করার জন্য সহযোগিতা চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগী।

এছাড়াও রাম চরণ বাজারের আরও এক ব্যবসায়ী ওবায়দুর রহমান (পিং মুস্তাফিজুর রহমান) নবির উদ্দিন হইতে ব্যবসা সূত্রে ১ লক্ষ ৯০ হাজার টাকা পাবে। ব্যবসায়ী ওবায়দুর রহমান পাওনা টাকা আদায় করতে গেলে নবীর উদ্দিন মারধর করার চেষ্টা করে । পরে ওবায়দুর রহমান বাংলাদেশ নৌ বাহিনী হাতিয়া , নিকট ০৪/০৯/২৪ইং তারিখে অভিযোগ পত্র দায়ের করেন ।

রামচরণের বাজারের স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান নবির উদ্দিন আওয়ামী লীগের আমলে সাবেক এমপি ফজলুল আজিম পোস্টার লাগাতে গেলে রামচরণ বাজারের ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক উদ্দিন কে প্রকাশ্যে লোকজনের সামনে মারধর করে এছাড়াও নবীর উদ্দিন এর নামে অনেক অভিযোগ রয়েছে বলে জানাযায়।

Check Also

নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ অকাল প্রয়াত কবি, গবেষক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের …